মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

হযরত শাহ্ জামাল (রহ.) দারুস সুন্নাহ নূরীয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল ৫ জানুয়ারি



সিলেটের বালাগঞ্জ জামালপুরের ঐতিহ্যবাহী হযরত শাহ্ জামাল (রহ.) দারুস সুন্নাহ নূরীয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দুয়া মাহফিল আগামী ৫ জানুয়ারি ২০২৫ইং অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের ৩৩তম বার্ষিক দিবারাত্রির এই মাহফিলে বয়ান পেশ করবেন – হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান (কলুমা হুজুর), হযরত মুফতি রাফি বিন মুনির ঢাকা, হযরত আল্লামা মুফতি আব্দুল্লাহ প্রধান মুফতি জামিয়া গহরপুর, হযরত মাওলানা মো. কলমদর আলী শাহবাজপুর, হযরত মুফতি হাফিজ সালেহ আহমদ মক্কী মুহাদ্দিস জামিয়া গহরপুর, হযরত মাওলানা আজিজুর রহমান আনছারী গোলাপগঞ্জ, হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ দয়ামীর, হযরত হাফিজ মাওলানা মারুফ বিল্লাহ জকিগঞ্জসহ বরেণ‍্য ওলামায়ে কেরামগণ। মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শরীফুজ্জামান চৌধুরী।

আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক মোহাম্মদ এমরানুর রহমান ইমরান বার্ষিক এ মাহফিলে উপস্থিত হয়ে ওলামায়ে কেরামগণের সারগর্ভ নসিহত শুনার দাওয়াত দিয়েছেন। তিনি সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ ও মাহফিলের গুরুত্বারোপ করে বলেন, এসব মাহফিল সুস্থ-সমাজ গঠনে ভূমিকা রাখে। ব‍্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আকিদা-বিশ্বাস সংশোধনের ক্ষেত্রেও ভূমিকা রাখে। বিশেষ করে মাহফিলের বয়ানে যখন সাহাবা, অলি-আউলিয়াদের কথা বলা হয়, তখন নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। নিজের জীবনকে তাদের মতো করে গড়ার চিন্তা মনের মধ্যে উঁকি দেয়। ইসলামের ওপর চলার আগ্রহ বাড়ায়, ইসলামের ওপর চলতে সাহায্য করে। তিনি দ্বীনী এই মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন