সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও অবস্থিত হাজী আব্দুল মছব্বির সিটির আয়োজনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী এমএজি ওসমানীর একান্ত সচিব প্রবীণ আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহনূর চৌধুরীকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে আইএন্ডএস হ্যাপি কিডস প্রাইমারী স্কুলের নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন হয়।
এ উপলক্ষে রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট শাহনূর চৌধুরী। ভার্চুয়ালি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্যার ড. এনাম উল ইসলাম সিআইপি।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহনূর চৌধুরী বলেন, আমাদের প্রতিটি উদ্যোগই যেন দেশের উন্নয়নে ভূমিকা রাখে, এ ধরনের ব্যতিক্রমী প্রকল্প শুধু উন্নয়ন নয় এটি একটি সমাজ পরিবর্তনের মাইলফলক। স্যার ড. এনাম উল ইসলামের মাধ্যমে গড়ে ওঠা এই মডেল সিটি সত্যিই একটি দৃষ্টান্ত। আমি তাঁর এই প্রয়াসে গভীর শ্রদ্ধা জানাই এবং আজীবন এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
সভাপতির ভার্চুয়াল বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যার ড. এনাম উল ইসলাম বলেন, আমাদের এই উদ্যোগ কেবল একটি আধুনিক শহর গড়ে তোলার প্রচেষ্টা নয় বরং উন্নত শিক্ষিত ও মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তোলার একটি স্বপ্ন। এটি আমার একার নয় সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই প্রকল্প সমাজের উন্নয়ন এবং দেশের অগ্রগতিতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি প্রধান অতিথি অ্যাডভোকেট শাহনূর চৌধুরীসহ সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সহযোগিতা আমাদের কাজকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের গণআন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার রবি শংকর দাশ এবং সহকারী প্রধান শিক্ষক মো. সাকিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত অতিথি আব্দুল মান্নান চৌধুরী, আইএন্ডএস হ্যাপি কিডস প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ফওজিয়া মাহমুদা সুলতানা, হেড অব স্কুল রিয়ান জামিল, শিক্ষানুরাগী আব্দুস সালাম বিএ, আব্দুল কালাম, ফারুক উদ্দীন, ইমরান আহমদ চৌধুরী, জিল্লুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো হেলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার, মাহমুদুর রহমান, তন্নি দাস, ঊমিলা দত্ত, তানজিনা আক্তার, পূর্ণিমা রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুল জলিল, গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হাফিজ ইয়াসিন। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি এডভোকেট শাহনূর চৌধুরী ও বিশেষ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হাজী মছব্বির সিটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং অতিথি বইতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজী মছব্বির সিটির এই উদ্যোগ দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে প্রায় সাড়ে সাত হাজার মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে আন্তর্জাতিক মানের শিক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এই সিটিতে ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। যা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড, পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষার্থীরা প্রাথমিক থেকে পিএইচডি পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারে।




