বরগুনার পাথরঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিন সন্তানের মৃত্যুতে নাসির উদ্দিন ও শিউলি আক্তার দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঈদের আনন্দ পরিণত হয়েছে শোকে। আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন, কিন্তু কেউই চোখের পানি থামাতে পারছেন না।
শনিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সোনার বাংলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিন ভাই—নাঈমুজ্জামান খান শুভ, শান্ত খান ও নাদিম খান। গত বছর সাত মাস বয়সী আরেক ভাই পানিতে ডুবে মারা যাওয়ার পর এবার একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে নির্বাক মা-বাবা।
বিধ্বস্ত পরিবার নিহতদের মা শিউলি আক্তার শোকে বাকরুদ্ধ। বাবা নাসির উদ্দিন কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার চার ছেলের কেউ আর বেঁচে নেই, আমার সব শেষ হয়ে গেল!
শুভ ঢাকার গার্মেন্টসে কাজ করতেন। মাত্র চার দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। বন্ধুর পরিবারের জন্য কেনা নতুন পোশাক নিয়ে ফিরলেও নিজে আর ঈদের নতুন পোশাক পরতে পারেননি।
দাদি মনোয়ারা বেগম বলেন, শুভ আমার জন্য নতুন শাড়ি এনেছিল। ঈদের দিন পরেছি, কিন্তু আমার নাতি নেই! এমন ঈদ আর চাই না।
স্ত্রীর অশ্রু শুভর স্ত্রী সূচনা আক্তার বললেন, সে ছাড়া কোনো ঈদ কাটাইনি। আজ আমি একা, ঈদ বলে কিছুই রইল না।
এ দিকে একই পরিবারের চার সন্তানের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে চলছে মাতম, চারপাশে শুধুই কান্নার শব্দ। কেউ সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না।



