রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর মাদ্রাসা বাজার উপপরিষদের সাধারণ সভা ১০ এপ্রিল



সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর অন্তর্ভুক্ত মাদ্রাসা বাজার, গহরপুর, বালাগঞ্জ উপপরিষদের সাধারণ সভা আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকালে ১১টায়, পরিষদের নিজস্ব কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

তিন বছর মেয়াদি বর্তমান কমিটির দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সভায় বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাঁরা তাদের মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মামুন মিয়া উপপরিষদের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সাধারণ সভা আমাদের সংগঠনের আগামী দিনের পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবার সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।

পরিষদের পক্ষ থেকে সভাকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!