শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ড. খলিলুর রহমান এখন থেকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর খলিলুর রহমানকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!