
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপনে ঢাবির চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এবার ‘মঙ্গল’ শব্দটি বাদ দিয়ে শোভাযাত্রার নতুন নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার সকালে চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, যা শোভাযাত্রাটিকে সত্যিকার অর্থে সবার অনুষ্ঠানে রূপ দেবে।
নববর্ষের এবারের প্রতিপাদ্য— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। তিনি বলেন, “সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের বৈশাখ হয়ে উঠবে সকলের। পাহাড় থেকে সমতল—সবাই একসাথে উদ্যাপন করবে নতুন বছরকে।”
তিনি আরও বলেন, একপেশে সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উদার, অন্তর্ভুক্তিমূলক ও বহুমাত্রিক সংস্কৃতির প্রতিফলন ঘটাবে। এতে প্রতিফলিত হবে বর্তমান সময়ের আশা-আকাঙ্কা ও সমাজের আনন্দধারা।
শোভাযাত্রাটি সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।



