ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং শিক্ষার্থীদেরও এই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। এ কারণেই বর্তমান প্রশাসন আন্তরিকতার সঙ্গে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
রোডম্যাপ অনুযায়ী, আগামী মে মাসের শুরুতেই নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ সম্পন্ন হবে। একই সময়ে ভোটার তালিকাও চূড়ান্ত করবে কমিশন।
ডাকসু নির্বাচন ঘিরে প্রশাসনিক কার্যক্রম গত বছর ডিসেম্বর থেকেই শুরু হয়েছে। ইতোমধ্যে ছয়টি সভার মাধ্যমে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে, যা এখন সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া, আচরণবিধি পর্যালোচনা কমিটিও সাতটি সভা সম্পন্ন করে তা চূড়ান্ত করেছে।
পরামর্শ কমিটির প্রতিবেদনও চূড়ান্ত হওয়ার পথে, এবং চলতি মাসেই সংশ্লিষ্ট ছাত্র সংগঠন, ডিন, প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি সম্পন্ন করা হবে।
তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। নির্বাচন কমিশন চূড়ান্ত কার্যক্রম ও সময়সূচি নির্ধারণ করবে।