শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত



সিলেট-ঢাকা সড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯মে) রাত সাড়ে ৯টার দিকে লালাবাজার ভরাউট রাস্তার মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে জানান স্থানীয়রা। তবে সে দীর্ঘদিন থেকে লালাবাজার এলাকায় বসবাস করে আসছে।

জানা যায়- লালাবাজার ভরাউট রাস্তার মুখে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলকে অপর একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-খ-১১-৫৬০২) ধাক্কা দেয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে তার আগেই তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!