সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

হামজার পথে সামিত, এবার বাংলাদেশের জার্সি গায়ে দেখার অপেক্ষা



বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরও এক প্রবাসী ফুটবলারের যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কানাডার শীর্ষ ফুটবল লিগের ক্যাভালরি ক্লাবে খেলা মিডফিল্ডার সামিত সোম প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর।

২৭ বছর বয়সী সামিতের শিকড় শ্রীমঙ্গলে। তার বাবা-মা ৯০-এর দশকে কানাডায় পাড়ি জমালেও, ফুটবলে পেশাদার জীবন গড়েছেন সামিত। বর্তমানে তিনি ক্যাভালরি ক্লাবে নিয়মিত খেলছেন।

সামিত জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ মূলত এসেছে হামজা চৌধুরীর ‘ঘরে ফেরা’র ঘটনা থেকে। তবে পাসপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত গণমাধ্যমে মন্তব্য করতে রাজি নন তিনি। জন্ম নিবন্ধনের কাজ চলছে, পাসপোর্ট প্রক্রিয়াও শিগগির শুরু হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিজিটাল মিডিয়া কমিটির সদস্য অমিত হাসান জানান, ২০২৪ সাল থেকে সামিতের সঙ্গে যোগাযোগ শুরু হয়। আগে কিছু দ্বিধা থাকলেও এখন সামিত ও তার পরিবার আগ্রহী।

সামিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। এখন ফিফার অনুমতি নিয়ে বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু হবে।

বাফুফের লক্ষ্য, ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই সামিতকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন