ঢাকায় ঝটিকা মিছিল করে ‘জনমনে আতঙ্ক’ ও ‘অস্থিতিশীলতা সৃষ্টির’ অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছেন।
অন্যদিকে, রোববার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকা ও অন্যান্য অঞ্চলে দলটির নেতাকর্মীদের মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। দলটির দাবি, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পদত্যাগ এবং দলীয় নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের দাবিতে ঢাকা, খুলনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় এই মিছিল অনুষ্ঠিত হয়।