প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সফিক-কুদ্দুছ-জিলু পরিষদের ঘর প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিকায়, পূর্ব লন্ডনের ব্রিকলেনে এক সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও মসিউর রহমান মসনু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বর্তমান সভাপতি জনাব নেসার আলী সমসু, সাবেক সভাপতি এম এ গফুর, সাবেক সভাপতি অধ্যাপক মাসুদ আহমেদ, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ট্রাস্টের সাবেক সভাপতি বদরুল ইসলাম, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নান, শামসুল আবেদিন নেসাওর, ফজলু মিয়া, সমিতির ট্রেজারার আজাদুর রহমান আজাদ, মসাহিদ আলী, জিলু মিয়া, আবুল কাসেম, বাহা উদ্দিন, রুহুল আমিন দোলন, মুহিবুর রহমান কয়সর, আসক আলী, সাহেল তপাদার সহ প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।
ঘর প্যানেলের প্রার্থীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি পদপ্রার্থী সফিক উল্লাহ মিছলু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ, ট্রেজারার পদপ্রার্থী আব্দুল হাকিম জিলু, সহ সভাপতি পদপ্রার্থী সালামত মিয়া, আবুল কয়েস, সালিম আহমদ, আজম আলী, ফয়জুল ইসলাম, সাইফুর রহমান, রিপন মিয়া, মায়দুল হক, মোহাম্মদ শাহজাহান, সাইফুল আমীন হেলাল, সাজ্জাদুর রহমান প্রমুখ।
সভায় সমিতির আগামী ১৬ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটির সমন্বয়ে জনাব আজাদ বক্ত চৌধুরীকে চেয়ারম্যান, আধ্যাপক মাসুদ আহমদ ও আনসারুল হককে কো-চেয়ারম্যান এবং আবু বকর সিদ্দিকী সাধারণ সম্পাদক, মসাহিদ আলী যুগ্ম সম্পাদক, আরজু মিয়া কোষাধ্যক্ষ, নূরুল হক আদম আলীকে সহ কোষাধ্যক্ষ মনোনীত করে প্রায় দেড় শতাধিক সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।