বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম খানের সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট (বুধবার) বাদ জোহর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা মসজিদে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়ার প্রধান মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। এবং দোয়া মাহফিলে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজু, প্রবীণ রাজনীতিক আলহাজ্ব এম এ মালেক, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শিরমান উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, সমাজকর্মি আছলম খাঁন, মানিক মিয়া, মেরাজুল ইসলাম চৌধুরী, কয়েসুল আলম কয়েছ, হাফিজ আব্দুল হাদী, কয়েস মিয়া, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক আব্দুল কাদির, ফারহান আহমদ চৌধুরী, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের শিক্ষক আফছর উদ্দিন, হাসান আহমদ, মামুদ মোস্তাদি, রুহুল আমিন, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুনেদ আহমদ, ক্রীড়া সংগঠক নাজমুল মুত্তাকিন, এনামুল হক মখদ্দছ, আব্দুল জলিল মখন, রাজিব আহমদ, কামাল আহমদ মহরীর ও শিক্ষক সিরাজুল ইসলাম খানের ছোটভাই শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ খান প্রমুখ শরিক হন।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম খান দীর্ঘ প্রায় ৩ যুগ দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। প্রায় ৭০ বছর বয়স্ক এ প্রবীণ শিক্ষক বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তিনি গত কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে স্থানীয় মিশিগান শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।