মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর জামিয়ার ৬৫তম বার্ষিক মাহফিল আজ: এলাকায় উৎসবের আমেজ



বরেণ্য বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূরুদ্দিন আহমদ গহরপুরী (রহ.) -এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের ৬৫তম বার্ষিক মাহফিল আজ শুক্রবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গহরপুর জামিয়ার ময়দানে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল , ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন সাইয়্যিদ আল্লামা আরশাদ মাদানী। এছাড়াও মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। পরদিন শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শায়খে গহরপুরী (রহ.)- এর
ভক্ত-মুরিদসহ ধর্মপ্রেমিক মুসল্লিরা অংশ নেবেন।

সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে- বিশাল প্যান্ডেল তৈরীসহ মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে পুরো গহরপুরসহ আশাপাশের গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে উক্ত মাহফিল সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক এবং এলাকার যুবকদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

গতকাল আলাপকালে- জামিয়া গহরপুরের শাইখুল হাদীস মাওলানা আব্দুল হাই উমরপুরী জানান, ৬৫তম মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন। প্রখ্যাত বুযুর্গ আল্লামা গহরপুরী ( রহ.)-এর প্রতিষ্টিত ঐতিহ্যবাহী গহরপুর জামিয়া আমন্ত্রণে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন সাইয়্যিদ আল্লামা আরশাদ মাদানী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!