বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত প্রথম ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের মজলিসে শুরার সাবেক সভাপতি – হাজী আব্দুল বারীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ জুমা গহরপুর জামিয়ার মসজিদে মরহুম হাজী আব্দুল বারীর আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দুয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন- জামিয়ার প্রধান মুফতি হযরত মাওলানা আব্দুল্লাহ্।
এ দিকে এক বার্তায় বিশেষ অনুরোধ জানিয়ে মরহুম হাজী আব্দুল বারীর বড় ছেলে, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য- সুহেল বারী উপজেলাবাসীসহ সকলের নিকট তার পিতার জন্য দুয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ই জানুয়ারি মরহুম হাজী আব্দুল বারী ইন্তেকাল করেন।