বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলার প্রথম ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল বারীর ১১তম মৃত্যুবার্ষিকী, দুয়া কামনা



বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত প্রথম ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের মজলিসে শুরার সাবেক সভাপতি – হাজী আব্দুল বারীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ জুমা গহরপুর জামিয়ার মসজিদে মরহুম হাজী আব্দুল বারীর আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দুয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন- জামিয়ার প্রধান মুফতি হযরত মাওলানা আব্দুল্লাহ্।

এ দিকে এক বার্তায় বিশেষ অনুরোধ জানিয়ে মরহুম হাজী আব্দুল বারীর বড় ছেলে, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য- সুহেল বারী উপজেলাবাসীসহ সকলের নিকট তার পিতার জন্য দুয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ই জানুয়ারি মরহুম হাজী আব্দুল বারী ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!