বালাগঞ্জে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া হামিদা বেগম নামের এক স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে। সে উপজেলার শংকরপুর গ্রামের নোয়াব আলীর মেয়ে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১.০০ টার দিকে হামিদার মুখে রক্ত আসে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে মেয়েটির বয়স হয়েছিল ১১ বছর। সে উপজেলার কলুমা আব্দুল গফুর একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার মৃত্যুতে বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলুমা আব্দুল গফুর একাডেমীর প্রিন্সিপাল ওয়েছ আহমদ।