শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের আজিজপুর বাজারে একটি দোকানে অগ্নিকান্ডে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি



বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

অগ্নিকান্ডে নাজমুল ভেরাইটিজ ষ্টোরের সব কিছু পুড়ে ছাই

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, ৮ আগস্ট (বুধবার) গভীর রাতে আজিজপুর বাজারের নাজমুল ভেরাইটিজ ষ্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী ব্যবসায়ী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন হয়। এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেন।

অগ্নিকান্ডে নাজমুল ভেরাইটিজ ষ্টোরের সব কিছু পুড়ে ছাই

তবে এর আগেই উক্ত দোকানের প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিক মো. নুনু মিয়া মহাজন বলেন, সর্বনাশা আগুন আমার সব শেষ করে দিয়েছে। দোকানের হিসাবের খাতা, নগদ টাকা, জরুরী কাগজ পত্র, ৩টি ফ্রিজ, কয়েকটি ফ্যান ও মালামালসহ প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সন্দেহ করছেন কেহ হিংসা করে তাঁর দোকানে অগ্নিসংযোগ করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকান্ডের ঘটনায় থানায় জিডি করার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!