সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী নিজেকে ফয়সালের স্ত্রী দাবি করে অভিযোগ করেন, বিয়ের পর ফয়সাল তার কাছ থেকে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রতারণা করেছেন। তিনি আরও বলেন, ফয়সাল তাকে শারীরিক ও মানসিক নির্যাতনও করতেন।
শিখার দাবি, ২০২৩ সালের ২৮ মার্চ তাদের বিয়ে হয় এবং সংসারের সব খরচ তাকেই বহন করতে হয়েছে। ফয়সালের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও বিয়ের কাবিননামা ছাত্রদলের পার্টি অফিসে জমা দিয়েছেন বলেও জানান তিনি।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত চলাকালীন সময়ের জন্য ফয়সালকে অব্যাহতি দিয়ে হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।