ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলায় শুরু হয়েছে “ভূমি সেবা সপ্তাহ-২০২৫”।
রোববার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং থেকে সচেতনতা, নিরাপদ চলাচলের কৌশল এবং ভূমি সেবার ডিজিটাল ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানটিতে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, ২৫ থেকে ৩১ জুন পর্যন্ত ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা কেন্দ্র চালু থাকবে, যেখানে সাধারণ জনগণ সহজেই বিভিন্ন ভূমি-সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, ভূমি অফিস সহায়ক পারভীন বেগম, মনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।