রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বিসিবিতে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। জরুরি সভায় পরিচালকদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে দেয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট প্রশাসক নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতি হয়েছেন বর্তমান পরিচালক ফাহিম সিনহা।

গত বছর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু বোর্ডের অভ্যন্তরীণ চাপ ও দুর্নীতির অভিযোগে আট পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন, যার পরিপ্রেক্ষিতে এনএসসি নেতৃত্বে পরিবর্তন আনে।

নতুন সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তার মূল লক্ষ্য হলো আসন্ন অক্টোবরের নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন করা। তিনি নিজে পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনরত আমিনুল, আইসিসির অনুমতি নিয়েই বিসিবির দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরির গর্বিত রেকর্ডধারী আমিনুল, বিসিবির দায়িত্বে স্বচ্ছতা ও ভারসাম্য আনার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!