রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’



 

আজ বৃহস্পতিবার, ৯ জিলহজ, অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ— ওকুফে আরাফা। সকাল থেকেই আরাফাতের বিস্তীর্ণ ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লক্ষাধিক মুসলমান। তাঁরা দিনভর থাকবেন দোয়া ও ইবাদতে মগ্ন, মুখরিত হবে একটাই আহ্বান— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”।

ইসলামী শরিয়তের দৃষ্টিতে আরাফাতের ময়দানে অবস্থান করাটিই হজের মূল স্তম্ভ। মিনায় রাতযাপন শেষে আজ ফজরের নামাজ পড়ে হাজিরা পৌঁছে গেছেন আরাফাতে। সেখানে তাঁরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনায় মশগুল থাকবেন। সূর্যাস্তের পর রওনা হবেন মুজদালিফার উদ্দেশে।

মক্কা নগরী থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানটি প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। পাহাড়ঘেরা এ ভূমিতে রয়েছে বিখ্যাত জাবালে রহমত, যেখানে রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন। সেই স্মৃতিবহ স্থানেই আজ খুতবা দেবেন মসজিদুল হারামের খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ খুতবা বাংলাসহ মোট ৩৪টি ভাষায় সম্প্রচারিত হবে, বাংলায় অনুবাদ করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান।

হজের আনুষ্ঠানিকতা চলে ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত। আরাফার দিন শেষে হাজিরা যাবেন মুজদালিফা, সেখান থেকে মিনা ও মক্কায় গিয়ে পালন করবেন রমি (পাথর নিক্ষেপ), কোরবানি, চুল কাটা বা মুণ্ডন, তাওয়াফ এবং সাঈ। এরপর মিনায় ফিরে জামারায় আবার পাথর নিক্ষেপ শেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের সমাপ্তি ঘটবে।

সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার বিশ্বজুড়ে প্রায় ১৫ লাখ মুসলমান হজে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৮৬ হাজার ৯৫৮ জন হজযাত্রী। এখন পর্যন্ত হজ পালনরত অবস্থায় ১৭ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। আগামী ১০ জুন থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি যাত্রা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!