সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ১০৯পিস ইয়াবাসহ ৫জন গ্রেফতার



বালাগঞ্জে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ১০৯পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (০৯ জুন) রাত সোয়া ৩টায় বালাগঞ্জ সদর ইউনিয়নের কুশিয়ারা নদী সংলগ্ন স্লুইসগেইট এলাকার গোলঘর (হাবিবুর রহমান পার্ক) থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আমিরুল ইসলাম (৩১), সাং-তিলকচাঁনপুর, লুৎফুর রহমান সুমন (৩৩), সাং-উপজেলা কমপ্লেক্স, সোহাগ আহমদ (৩০), সাং-উপজেলা কমপ্লেক্স, আমিনুল ইসলাম (৩১), সাং-বাবরকপুর, জাহেদ খাঁন (৩২), সাং-হাসামপুর (খাঁন বাড়ী)। তারা সকলেই বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

বালাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর সেনা ক্যাম্পের টহল দল ও বালাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৯পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বালাগঞ্জ থানার এসআই কবির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বালাগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৯জুন ২০২৫। ধারা-২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)। গ্রেফতারকৃতদের ওইদিনই আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকদ্রব্য ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন