সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জাতীয় দলে খেলার স্বপ্নে সিলেটে লন্ডনের তানভীর আহমেদ



লন্ডনের পিপি রেঞ্জার্স ক্লাবের উদীয়মান ফুটবলার ও বিয়ানীবাজারের কৃতি সন্তান তানভীর আহমেদ জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর লক্ষ্যে দেশে ফিরেছেন। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই প্রতিভাবান তরুণ সিলেটে জাতীয় দলের ট্রায়ালের জন্য ডাক পেয়েছেন, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

১৬ জুন বাংলাদেশে এসে পৌঁছান তানভীর। হামজা চৌধুরীর পথ ধরে তিনিও দেশের ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে ফিরেছেন মাতৃভূমিতে। পিপি রেঞ্জার্স ক্লাবে খেলে তিনি ইতোমধ্যে নজর কেড়েছেন ইউরোপের কোচ ও বিশ্লেষকদের।

দারুণ গতি, নিখুঁত বল কন্ট্রোল এবং বুদ্ধিদীপ্ত পজিশনিংয়ের জন্য সুপরিচিত এই তরুণ ফুটবলার। বাংলাদেশের জাতীয় দলে নিজের জায়গা করে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী।

তানভীরের এই সাহসী সিদ্ধান্ত শুধু বিয়ানীবাজার নয়, গোটা সিলেটবাসীর জন্য গর্বের। প্রবাসে বেড়ে উঠলেও হৃদয়ে বাংলাদেশের পতাকাই স্থান করে নিয়েছে। এখন সময় তার প্রতিভা দিয়ে দেশের মাটিতে নিজের পরিচয় নতুনভাবে তুলে ধরার।

ফুটবলপ্রেমীরা আশা করছেন, এই তরুণ তার স্বপ্নপূরণে সফল হবেন এবং একদিন বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন