সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ভয়হীন ন্যায়বিচারের ঘোষণা: “বোমা মারলেও ভয় নেই” — বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী



মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে ভয়ভীতিহীন ও নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “কেউ যদি বোমা মারে, তবু আমি ভয় পাব না।”

মঙ্গলবার (১৭ জুন) সকালে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গত ৮ মে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। আজকের সংবর্ধনার মধ্য দিয়ে ট্রাইব্যুনালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

বিচারপতি নজরুল বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে কাজ করি। কেউ যদি বোমা মারে বা গুলি করে, তবু ভয় নেই। আমি কবরের কাছাকাছি চলে এসেছি। আমাকে ঠেলে ফেলে দিলেও ভয় পাব না। আমরা এই ন্যায়বিচারের তরি এগিয়ে নিয়ে যাব।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা নিষ্ঠুরভাবে দেশ চালিয়েছে। মানুষ কথা বলতে পারেনি। সেই ফ্যাসিবাদীরা আবার ফিরে আসতে চায়।”

এ সময় তিনি শহীদ ছাত্র ও সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “শত শত ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার নিশ্চিত করেছেন। অনেকে এখনো ঠিকমতো চিকিৎসা পান না। বিচারকরা চেষ্টা করছেন সেইসব মানুষদের দুর্ভোগ লাঘব করতে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনাল-২–এর সদস্য বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিচারপতি নজরুল বলেন, “অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউটরগণ ভয়ভীতিহীন ও নিরপেক্ষভাবে কাজ করছেন। আন্তর্জাতিক নিয়ম, মানবাধিকার ও আইনের শাসন মেনেই তাঁরা বিচারকাজ পরিচালনা করবেন বলে আমি আশাবাদী।”

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!