রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশে আবারও রোহিঙ্গা প্রবাহ, দেড় বছরে আশ্রয় নিয়েছে ১ লাখ ১৮ হাজার



মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে গত দেড় বছরে নতুন করে প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে এ তথ্য তুলে ধরেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, রাখাইনে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে মানবিক সংকট ভয়াবহ আকার নিচ্ছে। ফলে রোহিঙ্গাদের দুর্দশা দিন দিন বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করছে।

অধিবেশনে ওআইসির প্রস্তাবিত একটি রেজ্যুলেশন সর্বসম্মতভাবে গৃহীত হয়, যেখানে রোহিঙ্গাদের ক্রমবর্ধমান দুরবস্থার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

রেজ্যুলেশনে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষা, রাখাইনে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রোহিঙ্গাদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকটের বাস্তবসম্মত ও সময়নির্ধারিত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!