
আজ শুক্রবার (১৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন এক জিবি করে বিনামূল্যের ইন্টারনেট ডেটা।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের নির্দেশনায়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার একটি নির্দেশনা জারি করে, যেখানে বলা হয়—১৮ জুলাই দেশের সব মোবাইল অপারেটরকে তাদের গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ডেটা দিতে হবে।
বিটিআরসির নির্দেশ অনুসারে, আজ (১৮ জুলাই) দেশের সব মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক—তাদের গ্রাহকদের এই ফ্রি ডেটা দিচ্ছে। ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।
অপারেটররা গ্রাহকদের এ বিষয়ে এসএমএস পাঠিয়ে আগেই অবহিত করেছে।
যেভাবে পাবেন ফ্রি ডেটা:
আজকের মধ্যে নির্ধারিত কোড ডায়াল করলেই গ্রাহকরা ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন।
প্রয়োজনীয় কোডসমূহ:
-
গ্রামীণফোন:*121*1807#
-
বাংলালিংক:*121*1807#
-
রবি: *4*1807#
-
টেলিটক:*111*1807#



