রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেন। ফলে দিয়াবাড়ী গোলচত্বরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় কলেজ থেকে বের হওয়া প্রশাসনিক গাড়িগুলোকেও ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, “আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না—এটা মানা যায় না।” তারা অবিচারের সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহি দাবি করেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ
২. আহতদের সঠিক তালিকা
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহত ও আহতদের ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পড়ে এবং আগুন ধরে যায়।
আইএসপিআর-এর তথ্যমতে, ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। বাকি দুজনের একজন পাইলট এবং অন্যজন কলেজের একজন শিক্ষিকা।