সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি এখনই নয়: জর্জিয়া মেলোনি




স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া বর্তমান সংকটকে আরও জটিল করতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, তবে সেটি বাস্তবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই স্বীকৃতি দেওয়ার বিপক্ষে।’ শুক্রবার ইতালির প্রভাবশালী দৈনিক লা রিপাবলিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মেলোনির মতে, “যদি এমন কিছুকে কাগজে-কলমে স্বীকৃতি দেওয়া হয় যা বাস্তবে এখনো বিদ্যমান নয়, তবে সেটি ভুল বার্তা দিতে পারে—যেন সংকটের সমাধান হয়ে গেছে।”

এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ফ্রান্স ঘোষণা দিয়েছে তারা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফ্রান্সের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

এছাড়া, ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি তখনই দেওয়া উচিত যখন তারা ইসরাইলকেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

এদিকে জার্মান সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা বর্তমানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না। তাদের মতে, এখন অগ্রাধিকার হওয়া উচিত দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাস্তবে এগিয়ে নেওয়া।

বিশ্লেষকদের মতে, ইউরোপের প্রধান শক্তিগুলোর মধ্যে এখনো এ বিষয়ে মতানৈক্য রয়েছে এবং তারা বাস্তবতাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন