ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়, ভারতের সঙ্গে বাণিজ্য করা “খুব কঠিন”। একাধিকবার তিনি ভারতকে ‘শুল্কের রাজা’ বলেও উল্লেখ করেছেন।
গত এক দশকে দুই দেশের বাণিজ্য বেড়েছে ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়েছে। ট্রাম্পের অভিযোগ, ভারত মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে। এছাড়া ডিজিটাল সেবা ও আমদানিকৃত পণ্যে কঠোর নীতিমালাকেও তিনি ‘অশুল্ক বাধা’ হিসেবে দেখছেন।
মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ভারত থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের, বিপরীতে রপ্তানি করেছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। ভারত থেকে প্রধানত ওষুধ, মোবাইল ও পোশাক আমদানি হয়।
চলতি বছর ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন। তখনও ট্রাম্প তার শুল্কবিষয়ক অভিযোগ পুনর্ব্যক্ত করেন।
এদিকে, গত মে মাসে ট্রাম্প দাবি করেছিলেন ভারত মার্কিন পণ্যে শুল্ক প্রত্যাহারে রাজি হয়েছে। তবে ভারত তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আলোচনাকে ‘জটিল ও সূক্ষ্ম’ বলে মন্তব্য করেন।
এনডিটিভি জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদল আগস্টের মাঝামাঝি ভারতে সফর করতে পারে এবং দুই দেশ একটি অন্তর্বর্তী চুক্তির বিষয়ে কাজ করছে। যদিও ১ আগস্টের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম, তবে সেপ্টেম্বর বা অক্টোবরে চুক্তি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি দোহায় এক ব্যবসায়ী বৈঠকে ট্রাম্প বলেন, ভারত পণ্য বিক্রির জন্য কঠিন বাজার হলেও এখন শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলেই দুপক্ষ ইঙ্গিত দিচ্ছে।