শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সরকারের পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে : এডভোকেট আব্দুর রকিব মণ্টু

রাহেলা বেগম মানব কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ



সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ ও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।

এডভোকেট আব্দুর রকিব মণ্টু গতকাল শনিবার (১০ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার পূর্ণাখলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং বে-সরকারি রেজিস্ট্রার এ প্রতিষ্ঠানকে সরকারিকরণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

মরহুমা রাহেলা বেগম মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে পূর্ণাখলা বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম লালা। সংস্থার প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মঞ্জুর আহমদ, নেছার আলী, আহমদ আলী, সিরাজ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার রেফা, সহকারী শিক্ষক দিপালী মালাকার, অরুণা মালাকার, স্বপ্ন মালাকার, মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা নূর উদ্দিন নুনু, কবির আহমদ, আব্দুল জব্বার, সংস্থার সদস্য আরাফাত মল্লিক রাখি, সাহেদ আহমদ, বদরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!