বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়



বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সিলেট-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসাইনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা সদরের আইডিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় খেলাফত মজলিস নেতা আবুল কাশেম অফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসাইন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন – খেলাফত মজলিস নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমরা মাঠে কাজ করলে দলের যে উপকার হয়, আমাদের পক্ষে আপনাদের কলম চললে তার চেয়েও বেশি উপকৃত হব আমরা। সিলেট-৩ আসনের সবচেয়ে অবহেলিত এলাকা বালাগঞ্জ উপজেলা উল্লেখ করে দেলোয়ার হোসাইন বলেন – পিছিয়ে পড়া এই জনপদের জন্য আমি কাজ করতে চাই। আপনাদের সহযোগীতা ও পরামর্শ পেলে আমি সিলেট-৩ আসনকে একটি স্বনির্ভর আসন হিসেবে গড়ে তুলতে চাই। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট-সুলতানপুর সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে তালিকা করে বালাগঞ্জ উপজেলার প্রধান-প্রধান সমস্যা গুলোকে চিহ্নিত করে আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে নির্বাচিত হলে সমস্যাগুলি সমাধানে কাজ করব।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাশ ভুলন, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, মো: আব্দুশ শহীদ, আব্দুল কাদির, তারেক আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন – খেলাফত মজলিস নেতা মাওলানা মো: আশিকুর রহমান, মিছবা উদ্দিন মিছলু, ফারুক আহমদ, দুলাল আহমদ তালুকদার, আব্দুল হাফিজ, হুসাইন আহমদ মিছবা, মনিরুল ইসলাম, আব্দুল মুক্তাদির, শফিকুর রহমান, আব্দুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!