সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন – খেলাফত মজলিস নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমরা মাঠে কাজ করলে দলের যে উপকার হয়, আমাদের পক্ষে আপনাদের কলম চললে তার চেয়েও বেশি উপকৃত হব আমরা। সিলেট-৩ আসনের সবচেয়ে অবহেলিত এলাকা বালাগঞ্জ উপজেলা উল্লেখ করে দেলোয়ার হোসাইন বলেন – পিছিয়ে পড়া এই জনপদের জন্য আমি কাজ করতে চাই। আপনাদের সহযোগীতা ও পরামর্শ পেলে আমি সিলেট-৩ আসনকে একটি স্বনির্ভর আসন হিসেবে গড়ে তুলতে চাই। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট-সুলতানপুর সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে তালিকা করে বালাগঞ্জ উপজেলার প্রধান-প্রধান সমস্যা গুলোকে চিহ্নিত করে আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে নির্বাচিত হলে সমস্যাগুলি সমাধানে কাজ করব।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাশ ভুলন, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, মো: আব্দুশ শহীদ, আব্দুল কাদির, তারেক আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন – খেলাফত মজলিস নেতা মাওলানা মো: আশিকুর রহমান, মিছবা উদ্দিন মিছলু, ফারুক আহমদ, দুলাল আহমদ তালুকদার, আব্দুল হাফিজ, হুসাইন আহমদ মিছবা, মনিরুল ইসলাম, আব্দুল মুক্তাদির, শফিকুর রহমান, আব্দুর রশিদ প্রমুখ।