শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে অনাহার ফাউণ্ডেশনের খাদ্য বিতরণ



মানুষ মানুষের জন্য এ শ্লোগানকে সামনে রেখে অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে অনাহার ফাউণ্ডেশন। ফাউণ্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ৩দফা খাদ্যসামগ্রী বিতরণের পর ৪র্থ পর্যায়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন এলাকায় প্রায় ২শ সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।

এ উপলক্ষে অনাহার ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী পপলু মিয়ার ব্যক্তিগত অর্থায়নে ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে গত মঙ্গলবার (১১ মে) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুরস্থ পপলু মিয়ার গ্রামের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। এ সময় অনাহার ফাউণ্ডেশনের স্থানীয় প্রতিনিধি সমাজকর্মী নোমান আহমদ লস্কর উপস্থিত ছিলেন।

এদিকে অনাহার ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আহমদ লেবু, জুবায়ের আহমেদ রুবেল, রাহেল আহমদ, আব্দুল কাইয়ুম, মাওলানা শাহজাহান আহমদ এবং পপলু মিয়ার অর্থায়নের বালাগঞ্জ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ৩ধাপে অনাহার ফাউণ্ডেশনের পক্ষ থেকে শত শত সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!