শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফারইস্ট ইসলামী লাইফ এর ওসমানীনগর জোনাল ইনচার্জ পদে পদোন্নতি পেলেন মুহিব হাসান



মোঃ মুহিব হাসান

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ওসমানীনগর জোনাল অফিসের ইনচার্জ (চলতি দায়িত্ব) পদে যোগদান করেছেন মোঃ মুহিব হাসান। গত ২৫ জুন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ হেমায়েত উল্যাহ্ স্বাক্ষরিত সার্কুলার (নং-এফআইএলআইসি/প্রকা/উঃপ্রঃ/১৫/২০২০) মারফতে তাঁকে ওসমানীনগর জোনাল ইনচার্জ (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি প্রদান করা হয়।

তিনি গতকাল বুধবার (১ জুলাই) সকাল ১০টায় ওসমানীনগর জোনাল অফিসে নতুন কর্মক্ষেত্রে যোগদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন – কোম্পানীর সিলেট সার্ভিস সেন্টার ইনচার্জ মস্তাক হোসেন, ওসমানীনগর দক্ষিণ মডেল সাংগঠনিক অফিস ইনচার্জ মাওলানা হাসিম উদ্দিন, বালাগঞ্জ মডেল সাংগঠনিক অফিস ইনচার্জ ক্বারী খসরুজ্জামান, জোনাল অফিসের ক্যাশিয়ার আনিছুর রহমান, অবলিখন কর্মকর্তা রেজাউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মোঃ মুহিব হাসান ছাত্রজীবনে থাকাকালিন সময় ২০০৭ সাল হতে ফারইস্ট ইসলামী লাইফ এর মার্কেটিং ম্যানেজার পদে বীমা শিল্পে কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কোম্পানীর বালাগঞ্জ সাংগঠনিক অফিস ইনচার্জ, ২০১২ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওসমানীনগর উত্তর সাংগঠনিক অফিস ইনচার্জ পদে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স ও এলএলবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এলএলএম ডিগ্রী সম্পন্ন করেন। ২০০৪ সাল থেকে বীমা পেশার পাশাপাশি তিনি দৈনিক জালালাবাদ ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার স্থানীয় ওনসমানীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!