সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কম দামে মাংস বিক্রি করা আলোচিত ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি



রাজধানীর শাহজানপুরে কমদামে অর্থাৎ বর্তমান বাজারে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করা আলোচিত ব্যবসায়ী মো. খলিল ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর ভোরের কাগজের

বুধবার (২৪ জানুয়ারি) রাতে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। ওসি জানান, দুর্বৃত্তরা তাকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করে। অন্যথায় খলিল ও তার ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কেউ প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। এ ব্যাপারে তদন্ত-সাপেক্ষে ব্যবস্থা নেবে পুলিশ।

অন্যদিকে গরুর মাংসের দাম যখন ৭০০-৭৫০ টাকা কেজি তখন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত ২ মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করছেন।

প্রাণনাশের হুমকির প্রসঙ্গে খলিল জানান, দুটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। তারা বলছে, তোর ছেলের জন্য ৬টি বুলেট, আর তোর জন্য রেখেছি আরো ছয়টা। কথা না শুনলে বাবা-ছেলে দুইজনকেই মেরে ফেলবো।

খলিল বলেন, এমন হুমকির ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি। কম দামে মাংস বিক্রি করে আমি কী অপরাধ করলাম? এখন একা বের হতে পারছি না। পরিবারের সবাই ভয় ও আতঙ্কে আছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!