বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের এমপিদের



ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে শুভ সূচনা করেছেন বাংলাদেশের এমপিরা। বুধবার (১০ জুলাই) নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করে বাংলাদেশের সংসদ সদস্যদের দলটি। শক্তিশালী পাকিস্তানকে ১৩ রানে হারায় বাংলাদেশ দল। লর্ডসে বাংলাদেশ জাতীয় দল কিছুদিন আগে হার মানলেও বাংলাদেশ সংসদ সদস্যদের দলটি পাকিস্তানকে হারিয়ে অবশ্য শুভ সূচনা করেছে। তাই বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সংসদ সদস্যদের জন্য তা সবেমাত্র শুরু।

বুধবার থেকে ইংল্যান্ডের মাঠে গড়িয়েছে ইন্টার পার্লামেন্টারি এ বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৮টি দল। ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

বাংলাদেশের পরবর্তী খেলা বৃহস্পতিবার অল স্টার একাদশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে । গ্রুপ পর্বে প্রতি গ্রুপ থেকে ২টি দল সেমিফাইনালে যাবে। আগামী ১২ তারিখ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের রয়েছেন – শেখ তন্ময়, নাহিম রাজ্জাক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আয়েন উদ্দিন মতো জনপ্রিয় ও তরুন এমপিরা। এছাড়াও দলে রয়েছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান এমপি নাইমুর রহমান দুর্জয়।

বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মাঝে আয়োজিত এই ক্রিকেট বিশ্বকাপের উদ্দেশ্যে হলো ক্রিকেটের সাহায্যে বিভিন্ন দেশের সম্পর্ক আরো উন্নত করে তোলা। এই আসরটিকে নিয়ে বেশ আগে থেকেই উৎসাহ দেখা যায় বাংলাদেশ দলের এমপিদের মাঝে। অনেক আগে থেকেই তারা আসরের জন্য প্রস্তুতি হিসেবে নিজেদের মাঝে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া বাংলাদেশ দলের এমপিরা ভালো করবেন এটাই সকলের প্রত্যাশা।

এমপিদের বিশ্বকাপের ফাইনাল শেষেও এমপিদের আরো কিছুদিন লন্ডনে অবস্থান করার কথা। সকল দলের এমপিরা ১৪ই জুলাই লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখবেন একসাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাথে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!