ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি গুলজার আহমদ।
ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সজিবুর রহমানের পরিচালনায় ও রাজ্জাক আহমদ রাজার (রাজা সায়মন) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গুলজার আহমদ বলেন, যে দেশের গণমাধ্যম যথ শক্তিশালী সেদেশে অপরাধ প্রবণতা তত কম। বর্তমান যুগে অনলাইন গণমাধ্যম গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে মানুষ দ্রুত খবর জানতে পারছে। আর সেই সময় ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যাত্রা নিঃসন্দেহে একটি ভালো দিক।ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব মানুষের আশার প্রতিফলন ঘটাবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও ভারতের বিশিষ্ঠ আলেম আলী আকবর।
আরো অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ সুমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মুসা, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ইকবাল আহমদ লিমন, সদস্য এহতেনান আহমেদ খান, আবু জাফর আল মনসুর প্রমুখ।