বৈরুতের আয়েশা বক্কর এলাকায় দাওয়াতুল ইসলাম মসজিদ অডিটরিয়ামে ইসলামী সমাজ কল্যাণ সংগঠন লেবাননের উদ্যোগে সিরাতুল নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৩ মার্চ (রোববার) আয়োজিত উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ সংগঠন লেবাননের আমীর মাও: আব্দুল মতিন। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিলনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন যুক্তরাজ্য থেকে আগত মুফাসসিরে কুরআন, লন্ডনের ইস্ট মসজিদের খতিব মাওলানা আব্দুল মুমিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। সকাল ১০:৩০ঘটিকায় হাফেজ মোঃ রফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ নবী করিম (সা.) এর জীবনের উপর দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। মাওলানা আব্দুল মুমিন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আলোচনার মাঝে মাঝে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের আমীর আব্দুল মতিন সাহেব সমাপনী বক্তব্য রাখেন এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।