এদিকে অনেকে বিভিন্ন পদের ব্যাপারে সচ্ছ ধারণা নিতে সক্ষম হন না। কারণ এগুলির আধুনিকায়ন করা হয়েছে। যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারী পদগুলি আগের মতই রয়েছে। তবে ‘ট্রেজারারকে’ ‘ট্রেজারী সেক্রেটারী’ নামকরণ করা হয়েছে। তা ছাড়া ‘এসিস্টেন্ট সেক্রেটারীকে’ ‘পার্টনারশীপ এন্ড নেটওয়ার্কিং রিলেশনশিপ সেক্রেটারী’, ‘অর্গেনাইজিং সেক্রেটারীকে ‘ট্রেণিং সেক্রেটারী’, ‘পাবলিসিটি এন্ড পাবলিকেশন সেক্রেটারীকে কমিউনিকেশন সেক্রেটারী’, ‘ইনফরমেশন সেক্রেটারীকে ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারী’, ‘ওয়েলফেয়ার এন্ড এন্টারটেইনমেন্ট সেক্রটারীকে’ ‘ইভেন্টস সেক্রেটারী’ এবং অন্যান্য আরো বিভিন্ন পদের স্থলে শুধুমাত্র ‘ইসি মেম্বার’ করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন পদে রয়েছেন ৯জন এবং ইসি মেম্বারে রয়েছেন ৬জন। এ মোট ১৫ জনের সমন্বয়ে নির্বাচিত হবে নির্বাহী কমিটি।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভোটারগণ প্রত্যেক পদের জন্য একটি করে ভোট ও ইসি মেম্বারের জন্য একসাথে ৬টি ভোট প্রদান করতে পারবেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন, জনাব বজলুর রশিদ এমবিই, কমিশনার হিসাবে রয়েছেন, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া ও জনাব আজিজ চৌধুরী। জনাব বজলুর রশীদ এমবিই গতবারও এ দায়িত্ব পালন করেন।