লণ্ডনে বাংলাদেশি বৃদ্ধা হত্যায় অভিযুক্তর নাম প্রকাশ করেছে আদালত। ৮০ বছর বয়সী বাংলাদেশি বৃদ্ধা সোরেতা বিবি হত্যার ঘটনায় আটককৃত ব্যক্তির নাম আলী সেবুল। তার বয়স ৩৩ বছর বলে জানা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে পরবর্তীতে আদালতে হাজির করা হবে।
অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত মৃত বৃদ্ধা এবং আটককৃত ব্যক্তি তারা একে অপরের পরিচিত এবং একই ঘরে বসবাস করতেন। ধরণা করা হচ্ছে একেবারে কাছের সম্পর্কের কেউ হবেন আটককৃত ব্যক্তি আলী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ব লণ্ডনের মেনর পার্ক এলাকার ল্যান্ডসির এভিনিউ রোডে শনিবার (২ এপ্রিল) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন বৃদ্ধাকে ছুরিকাঘাত অবস্থায় পায় পুলিশ। এয়ার এ্যাম্বুলেন্স ডাকা হলেও ঘটনাস্থলেই সেই নারী প্রাণ হারান বলে জানায় পুলিশ। এই ঘটনায় ৩৩ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সে সময় জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্রেফাতরকৃত ৩৩ বছরের যুবকের সাথে হত্যাকান্ডের শিকার নারীর সম্পর্ক রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। কি কারণে বৃদ্ধা নারীকে হত্যা করা হলো তা তদন্ত করেই জানা যাবে।
এদিকে গত রবিবার ময়নাতদন্তে বলা হয়েছে বৃদ্ধা নারীকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।