রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী



ইউক্রেনের বুচা ও ইরপিন শহরে বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক বিবৃতিতে তিনি বলেন, এসব শহরে বেসামরিক নাগরিকদের টার্গেট করে রুশ সেনাদের ‘ঘৃণ্য আক্রমণ’ যুদ্ধাপরাধের প্রমাণ। রাশিয়া যতই মিথ্যাচার করুক, তারা আর সত্য লুকাতে পারবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সমালোচনা করেন তিনি। বলেন, যুদ্ধে হারতে বসে ‘মরিয়া’ হয়ে উঠেছেন পুতিন। এ খবর দিয়েছে বিবিসি।

বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করা এবং ইউক্রেনে সামরিক সাহায্য বৃদ্ধির আশ্বাস দেন বৃটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্রেমলিন যত অস্বীকারই করুক বা ভুল তথ্য দিক না কেনো, তারা সত্য গোপন করতে পারবে না। পুতিন এখন মরিয়া, তার আগ্রাসন ব্যর্থ হচ্ছে এবং ইউক্রেনের সংকল্প এখন যে কোনো সময়ের থেকে বেশি দৃঢ়।

জনসন প্রতিশ্রুতি দিয়ে বলেন, যতদিন না ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে বৃটেন থামবে না। রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সাহায্য করার জন্য বিশেষ তদন্তকারী নিয়োগের কথা জানান জনসন। এছাড়া ইউক্রেনের জন্য মানবিক সাহায্য বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!