শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?



আজ রবিবার সকালে সিরিজের ২য় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে। এর পূর্বে সিলেট টেস্টে দু’ইনিংস মিলিয়ে তিনশ পেরোয়নি টাইগাররা।সিলেট টেস্ট হেরে যাওয়ায় গুঞ্জন ছিল তামিম সৌম্যকে ফেরানো হচ্ছে। কিন্তু নির্বাচক মিনহাজুল নান্নু শেষ পর্যন্ত জানিয়ে দেন তাদের কাউকে ডাকা হচ্ছে না।

সে জন্য ধরা হচ্ছে বড় পরিবর্তন না করেই মিরপুরে নামবে মাহমুদুল্লাহর দল। তারপরও স্কোয়াডে দু’একটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। যেখানে সিলেট টেস্টে খেলা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মাঠে নেমে অভিষেক ঘটতে পারে মোহাম্মদ মিঠুনের। স্পিনার নাজমুল ইসলাম অপুকে একাদশের বাইরে রেখে স্কোয়াডে থাকা পেসার মুস্তাফিজুর রহমানকে ডাকা হতে পারে এই টেস্টের জন্য। আর আগের ম্যাচের একমাত্র পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর পরিবর্তে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব পেতে পারেন শফিউল ইসলাম কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা খালেদ আহমেদ।

এই মিরপুরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত পরাশক্তিকে টেস্টে হারিয়ে দিয়েছিল টাইগাররা। যদিও সাকিব-তামিম সেই ম্যাচ গুলোতে ছিলেন। কিন্তু মিরপুর তো লাকি ভেন্যু হিসেবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তাই ব্যাটসম্যানদের দ্বায়িত্বশীলতার পরিচয় মিললেই আরেক জয় হয়তো কাছেই আছে বাংলাদেশের।

তারপরও বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে কি না- সেটির উত্তর দিতে পারে কেবল সময়ই। তবে মিরপুরের লাকি ভেন্যুতে ভালো করার প্রত্যাশাটুকু তো ম্যাচ শুরুর আগে করা যেতেই পারে!

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম/খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!