সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ হাজার টাকা করে ১৮ জনকে সুদবিহীন ঋণ



বালাগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ হাজার টাকা করে ১৮ জনকে স্বাবলম্বী হওয়ার জন্য সুদবিহীন  ঋণ দেয়া হয়েছে। গত ১৫ জুলাই বিকালে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষে বিশেষ সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেযারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মানিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, প্রবাসী আলাউদ্দিন, ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপু, উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুল ইসলাম শাজাহান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর পাঠাগার সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!