বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বালাগঞ্জ বিএনপির ১৫ নেতা-কর্মীর স্থায়ী জামিন লাভ



ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ১৫ নেতাক-র্মীর স্থায়ী জামিন প্রদান করেছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন লাভের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

স্থায়ী জামিন প্রাপ্ত নেতা-কর্মীরা হলেন – বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও প্রয়াত বিএনপি নেতা এম এ হকের ভাগিনা আদিল আহমদ রিমন, সিলেট জেলা যুবদল নেতা শাহীন আলম, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, শাহরিয়ার আহমেদ খালেদ, মো. শাহজাহান, আবুল কালাম, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাবুল আহমদ, আমিনুর রহমান তুহেল, আনসার আলী, নুরুল ইসলাম নিহাদ, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, মো.ইমাম উদ্দিন।

উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শায়েস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আসামি করে বালাগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ০১, জিআর- ৪০/২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!