মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার



সিলেটের ফেঞ্চুগঞ্জে নাবালিকা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বাদেদেউলি গ্রামের শফাত আলীর পুত্র বাবলু মিয়া (৩৫)।  আসামি বর্তমানে ফেঞ্চুগঞ্জ নিজ ছত্তিশ গ্রামে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিমের পরিবার আসামি বাবুল মিয়ার পার্শ্ববর্তী জুয়েল মিয়ার কলোনির বাসিন্দা। ভিকটিমের পরিবার গত ১০ই জুলাই তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ যাওয়ার সময় ভিকটিম (১০) কে কলোনিতে রেখে যান। পরের দিন (১১ জুলাই) আসামি বাবলু মিয়া কৌশলে ভিকটিমকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এতে ভিকটিম রক্তাক্ত হয়ে কান্না চিৎকার করলে আসামি পালিয়ে যায়।

পরে ঘটনা শুনে ভিকটিমের মা হালিমা আক্তার বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১৩ জুলাই) আসামিকে কলোনি থেকে গ্রেফতার করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আসামি বাবলুকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন