লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুল হক মজিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, আমীর হোসেন কলিম, মানিক মোল্লা, রুহুল আমীন, জাকির হোসেন, আবুবক্কর, আমিনুল ইসলাম আইমান, ওয়াসীম আকরাম, সৈয়দ আলম, আব্দুর রহিম সহ অনেকে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন শাখা কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরহুম জিয়াউর রহমানে আত্মার শান্তি কামনায় এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
এসময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটকে রেখেছে। বক্তারা বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।