গাজীপুরের টঙ্গীর মিরের বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একটি শিশু।
রোববার (৩ আগস্ট) সকালে বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চার মাস বয়সী শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন শিশুটির বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা হাফিজা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়।
চিকিৎসক আরও জানান, রিপনের শরীরের ৮০ শতাংশ এবং হাফিজার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।