বাংলাদেশে হালাল পণ্য উৎপাদন বাড়াতে মালয়েশীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মালয়েশিয়ার সার্টিফিকেশন ও ব্র্যান্ডিং দক্ষতা এবং বাংলাদেশের জমি, শ্রমশক্তি ও অবকাঠামো একত্র হলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়বে।
ইউনূস জানান, বাংলাদেশ হালাল শিল্পে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ–সুবিধা ও শ্রমিক সরবরাহে প্রস্তুত। তার মতে, এই খাতের বাজার শুধু বাংলাদেশ বা মালয়েশিয়ায় সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানকে কেন্দ্র করে একটি বৈশ্বিক বাজার।
বাজার গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক হালাল খাদ্যবাজারের আকার দাঁড়াবে ১.৫ ট্রিলিয়ন ডলার, যা ২০৩৫ সালে বেড়ে ৩.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।
সফরে ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য, শ্রমশক্তি, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার; ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ২.৯২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।