সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

কুয়েতে অবৈধ মদপানে ২৩ জনের মৃত্যু, ১৬০ জন অসুস্থ



ছবি: সংগৃহীত

কুয়েতে অবৈধভাবে তৈরি মদপানে ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে, এদের মধ্যে মদ চক্রের প্রধানও রয়েছেন, যিনি বাংলাদেশি নাগরিক।

রাজধানী এবং শিল্প এলাকায় মোট ১০টি অবৈধ মদ উৎপাদন কারখানা জব্দ করা হয়েছে। এর মধ্যে চারটির কার্যক্রম শুরু হওয়ার আগেই ধরা পড়েছে। একজন নেপালি নাগরিক জানিয়েছেন, কীভাবে মিথানল মিশিয়ে এই মদ তৈরি ও বিক্রি করা হতো।

কুয়েতে ইসলামিক আইন অনুযায়ী মদ উৎপাদন ও আমদানি নিষিদ্ধ। অনেকে গোপনে নিম্নমানের মদ তৈরি করেন, এতে মিথানলের মতো বিষাক্ত রাসায়নিক মেশানো হয়, যা প্রাণঘাতী।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর অসুস্থদের মধ্যে ৫১ জনকে জরুরি কিডনি ডায়ালাইসিস এবং ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভারতীয় দূতাবাসও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনে প্রায় ৪০ ভারতীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, মিথানল একটি বর্ণহীন, বিষাক্ত অ্যালকোহল। শরীরে প্রবেশ করলে বমি, পেটব্যথা, শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় এবং যথাসময়ে চিকিৎসা না নিলে মৃত্যুর ঝুঁকি ২০-৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এমএসএফ জানিয়েছে, এশিয়ায় প্রতিবছর হাজার হাজার মানুষ মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারান বা গুরুতর অসুস্থ হন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন