বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আরও আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি



বাংলাদেশসহ এশিয়ার আরও আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি আরব। শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাল্ফ নিউজ।

সৌদি আরবের অর্থনীতি বিষয়ক পত্রিকা আল একতিসাদিয়া’কে সেখানকার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সা’দ আল হামাদ বলেছেন, বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে বর্তমানে গৃহকর্মী নিয়োগ দেয় সৌদি আরব। তার সঙ্গে যোগ হবে ওই আটটি দেশ।

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে অনুমোদন পাওয়া ১৬টি দেশ হলো ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি এবং কেনিয়া।

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগ বিষয়ক কর্মসূচির নাম হলো মুসানেড। এর উদ্দেশ্য কাস্টমারদেরকে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা। এ ছাড়া ভিসা ইস্যু, বিক্রুটমেন্ট আবেদন, নিয়োগকারী ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কে সহায়তা করা হয় এর মাধ্যমে।।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!