শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান



সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রামের সাতজন গুণী প্রবাসীকে এক মনোজ্ঞ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় হাজী মরহুম নসিব উল্লাহর বাড়ির আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি হাজী রুস্তম আলী।

সংবর্ধিত গুণী প্রবাসীরা হলেন- হাফিজ ফজলুর রহমান (সৌদি আরব), পারভেজ হাসান (সৌদি আরব), জাকির ইসলাম আতিক (সৌদি আরব), মো. ফিরোজ আলী (ওমান), রায়হান আহমদ (দুবাই), মো. খালিস মিয়া (দুবাই) ও নাঈম ইসলাম মামুন (দুবাই)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার অন্যতম সদস্য জাবের হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সমাজকর্মী আতিকুল ইসলাম আতিক, মো. জুনাব আলী, ইসলাম উদ্দিন, আবু বক্কর জাকারিয়া, সালেহ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের অবদান ও গ্রামের উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টা তুলে ধরে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু পরিবারের জন্যই নয়, সমাজ ও দেশের অর্থনীতির বড় সহায়ক শক্তি। তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন