সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দেশ স্থিতিশীল, ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ এখন স্থিতিশীল এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূল ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তবে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন নতুন করে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে।

প্রধান উপদেষ্টা এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব দেন।

তিন দিনব্যাপী এ সম্মেলন রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কক্সবাজারে চলছে। এতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।

জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের বৈঠকের আগে কক্সবাজারের এ সংলাপকে প্রস্তুতিমূলক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন